শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভিসির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিকে অবরুদ্ধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ২৮০ বার পঠিত
প্রোভিসিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক-কর্মচারীরা।-বজ্রকথা

রংপুর প্রতিবেদক।-  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং ভিসিকে ক্যাম্পাসে অবস্থানের দাবিতে প্রোভিসিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে প্রশাসনিক ভবনে প্রোভিসি ড. সরিফা সালওয়া ডিনাকে অফিসে শিক্ষকরা এবং অফিসের বাইরে কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ করে রাখেন।
এসময় অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক ড. মতিউর রহমান জানান, ভিসি ঢাকা লিঁয়োজো অফিস থেকে আইনভঙ্গ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। কিন্তু নিয়োগের শর্তানুযায়ী ভিসির ক্যাম্পাসে থাকার কথা। ভিসি, রেজিষ্টার ক্যাম্পাসে না থাকার কারণে প্রশাসনিক এবং একাডেমিক সব কর্মকান্ডে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। এসব বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত আমরা প্রোভিসিকে অবরুদ্ধ করে রাখবো।
তবে প্রোভিসি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে এখনও ভিসির সাথে কথা হয় নি।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সরিফা সালোয়া ডিনা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবি-দাওয়া আমার অফিসে এসে আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে ভিসির সাথে কথা বলবো। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com