মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করেন। দিনাজপুরে সাড়ে ৪ হাজারের বেশি গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি বাড়ি দুটি শয়ন কক্ষ, রান্নঘর, টয়লেট ও অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।
এছাড়াও এসব কাজের তদারকি ও দেখভাল করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক নিজেই। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা প্রকৌশলী মোঃ রাইহানুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম। এ সময় ফুলবাড়ী প্রেস ক্লাব ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রকল্প গ্রহণ করেছে
Leave a Reply