রংপুর প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে বিয়ের সাত মাসের মাথায় লাশ হয়েছেন রোকসানা বেগম নামে (১৯) এক নববধূ। শ্বশুরবাড়ির লোকজন নিমর্মভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রোকসানার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত ওই নববধু’র শ্বশুর ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ওই নববধু’র শ্বশুররবাড়ির শয়নকক্ষ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রোকসানা বেগম মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লী ইমাদপুর ইউনিয়নের রহমতপুর পাইলচড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী এবং ইমাদপুর মধ্যপাড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে। তার স্বামী শাহিন ঢাকায় একটি গার্মেন্টে কাজ করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম মিঠাপুকুর থানায় তার মেয়ে পিটিয়ে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে পুলিশ নিহতের শ্বশুর ও দেবরকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে রোকসানার সঙ্গে বিয়ে হয় শাহিন মিয়ার। শাহিন মিয়া স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। স্বামীর অনুপস্থিতিতে রোকসানার সঙ্গে প্রায় সময় ঝগড়া লাগাতো শ্বশুর-শ্বাশুড়ির। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল তাদের। বুধবার সকালে পারিবারিক অশান্তির জেরে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল বলে নিহতের স্বজনরা দাবি করেছেন। খবর পেয়ে বিকেলে শ্বশুরবাড়ির শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় নিহতের শ্বশুর আব্দুর রাজ্জাক ও দেবর সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বাবা আবদুর রহিম একটি হত্যা মামলা করেছেন।
Leave a Reply