বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সমাচার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

রংপুর থেকে  নিজস্ব প্রতিনিধি।- দীর্ঘদিন পর গঠিত হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। এই কমিটিতে পদ পেয়েছে মৃত ব্যক্তি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, সরকারী চাকুরিজীবী, অনুপ্রবেশকারী ও প্রবাসী ব্যক্তি।

আরো রয়েছে  সহযোগী সংগঠনের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি, সম্পাদককে রাখা হয়েছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে।

এরফলে মিঠাপুকুর আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঐতিহ্যবাহী আওয়ামী লীগের এমন কমিটির জন্য রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়ককে দোষারোপ করছেন মিঠাপুকুরের তৃণমুলের নেতাকর্মীরা।এর ফলে সংগঠনটির শক্তিশালী অবস্থান অনেকটা ঝিমিয়ে পরার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে। যার প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে ধারণা করেন দলের ত্যাগীরা। দলের বিরোধের সুযোগ কাজে লাগাতে পারে জামায়াত-বিএনপিসহ বিরোধীরা। তাই দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপসহ কমিটি বাতিলের দাবি করেন।

দলীয় সূত্রে জানাগেছে, ২৫ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।  ৬৬ সদস্যের এ কমিটিতে আফসার মিয়াকে আহ্বায়ক ও বর্তমান এমপি পূত্র রাশেক রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য ৫ যুগ্ম আহ্বায়ক হলেন আনোয়ার শাদাত লিমন, সাইদুর রহমান তালুকদার, নিরঞ্জন মহন্ত, রেজাউল করিম টুটুল ও আপেল মাহমুদ। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
এই কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও এডভোকেট আনোয়ারুল ইসলাম। গত ২৫ সেপ্টেম্বর অনুমোদন করা হলেও প্রকাশ পায় ৮ অক্টোবর। এর পরেই কমিটিতে নানা অসঙ্গতির কথা তুলে ধরেন ত্যাগী ও পদ বঞ্চিতরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকেই কমিটি বাতিল করে ত্যাগী ও দলের নিবেদিতদের নিয়ে কমিটি গঠনের দাবি করেন।
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, হারুন আর রশিদ কাজলকে রাখা হয়েছে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে। তিনি কয়েকমাস আগে মৃত্যুবরণ করেছেন। পদাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল হক মন্ডল ও স্বাস্থ্য সহকারী মশিউর রহমান রাখুকে রাখা হয়েছে কমিটির সদস্য। এছাড়াও, সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন মেসবাহুর রহমান প্রধান। তাকে আহ্বায়ক কমিটির সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজাউল কবীর টুটুল, সদস্য ইদ্রিস আলী মন্ডল, আসাদুজ্জামান আসাদ, আবু ফরহাম পুটু, রবিউল ইসলাম প্রামাণিক, সাহেব সরকার, মোকছেদুল আলম মুকুল সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। প্রবাসী সম্রাট মামুন পাশা ও মাহমুদুল হাসানও রয়েছে কমিটির সদস্য হিসেবে।
এছাড়াও, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে রয়েছে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন মিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোখলেছার রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান সোহাগ, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মিলু সদস্য হিসেবে রয়েছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে। জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা জামান পারভেজ ও সুবল মহন্ত রয়েছে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে।এছাড়াও বিএনপি সমর্থক কয়েকজনও রয়েছেন পদে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, মিঠাপুকুর উপজেলায় স্থানীয় এমপি এইচএন আশিকুর রহমান, তার ছেলে রাশেক রহমানের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকারের বিরোধ দীর্ঘদিনের। তারা উভয় গ্রুপ কয়েক দফা সংর্ঘর্ষে জড়ায়। হামলা-মামলার ঘটনাও ঘটে। দীর্ঘদিন আলাদা আলাদা কর্মসূচী করেন। বর্তমানে এমপি পূত্র রাশেক রহমান, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও জেলা আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মওলা দলের মনোনয়ন প্রত্যাশী। তবে মাঠপর্যায়ের রাজনীতিতে জাকির হোসেন এগিয়ে রয়েছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে পৃথক ভাবে কর্মসূচী পালন করছেন। এর মাঝে নতুন কমিটি কমিটি ঘোষণা করায় মিঠাপুকুরে গ্রুপিং রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো। বিরোধ আরও বেড়ে গেল। আর এই গ্রুপিংয়ের কারণে মিঠাপুকুরে আওয়ামী লীগের দীর্ঘদিনের শক্তিশালী অবস্থান মুখ থুবড়ে পড়ার আশঙ্কা আছে। এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে জামায়াত-বিএনপিসহ অন্য দলগুলো। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে এ গ্রুপিং ব্যাপক প্রভাব ফেলতে পারে। কারণ উপজেলার নেতারা একে অপরকে ছাড় দিতে নারাজ। দীর্ঘদিন চলে আসা বিরোধ নিরসনে জেলা ও কেন্দ্রীয় কোনো উদ্যোগ না নেয়নি। বরং সম্প্রতি কমিটি দিয়ে বিরোধ বাড়িয়ে দিয়েছে। এতে দলের ক্ষতি হয়েছে বলে তারা মনে করেন।
আওয়ামী লীগ নেতা ইলয়াস মিয়া বলেন, সর্বশেষ উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তারাই আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছে। এখানে ত্যাগী-নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।
মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু নিরঞ্জন মহন্ত বলেন, আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের রাখা হয়েছে কমিটিতে। এছাড়াও কমিটিতে রয়েছে মুত ব্যক্তি, সরকারী চাকুরিজীবি, ও প্রবাসী ব্যক্তি, সহযোগী সংগঠনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সভাপতি-সম্পাদক।
তৃনমুল পর্যায়ে কয়েকজন নেতাকর্মী জানান, মিঠাপুকুরে আওয়ামী লীগ বরাবরেই সু-সংগঠিত ও শক্তিশালী। এই আহ্বায়ক কমিটি দিয়ে মিঠাপুকুরে আওয়ামী লীগ পরিচালনা করা সম্ভব নয়। কারণ, এই কমিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই বেশিরভাগ পদ-পদবি দখল করে রয়েছেন। তারা বিভিন্ন সময় দলের ক্ষতি করেছেন, তারাই আজকে কমিটিতে স্থান পেল। ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হয়নি।
রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল মিঠাপুকুরের আহ্বায়ক কমিটির নানা অসংগতি স্বীকার করে বলেন, কমিটিতে মৃত ব্যক্তি, সরকারী চাকুরিজীবিদের বাদ দেওয়া হবে। তবে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ক্ষমা করেছেন, তাই তাদের কমিটিতে রাখা হয়েছে।
এবিষয়ে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির আহবায়ক আফসার মিয়ার সাথে কয়েকদফা যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com