কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- মিঠামইন উপজেলার সাত ইউনিয়নে তীব্র গরমে দেখা দিয়েছে ডায়রিয়াসহ নানা রোগ। গত এক সপ্তাহে উপজেলার বয়রা গ্রামের জিতেন্দ্র দাস (৬০) নামের এক বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খরব পাওয়া গেছে। এ ছাড়াও একই গ্রামের মিনুতি দাশ (৬৫) শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। অন্যদিকে, কদমচাল ও মিঠামইনের সীমান্তবর্তী গ্রাম রানীগঞ্জ ও বন্যাকান্দি গ্রামে সোহাগ (৩) ও রাসেল (৫) নামের দুই শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। রাসেল রানীগঞ্জের আব্দুল হাসিমের ছেলে। সোহান বন্যাকান্দি গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। এ ছাড়াও প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। মিঠামইনে শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অনেকেই দূর-দূরান্ত থেকে তীব্র গরমের কারণে হাসপাতালে আসতে চান না। তারা গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। এদিকে গ্রামের বাজারে স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রাম্য চিকিৎকরা সুযোগ পেয়ে চড়া মূল্যে বিক্রি করছেন স্যালাইন। তাপমাত্রা না কমলে রোগী সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন সংশ্নিষ্টরা। মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, হাসপাতালের বাইরের মৃত্যু খবর আমাদের জানা নেই। তবে প্রতিদিন রোগী আসছেন, চিকিৎসা করে চলে যাচ্ছেন। এ পর্যন্ত হাসপাতালে সাতজন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। ওষুধের কোনো সংকট নেই। ডায়রিয়ার রোগী এলে আমরা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করব।
Leave a Reply