রংপুর প্রতিনিধি।- রংপুর বিভাগে মুক্তাপানি ও বিভিন্ন কোম্পানীতে ভুয়া কর্মী নিয়োগের নামে চার কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে তরিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত বগুড়া জেলাত শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শনিবার দুপুরে রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, গতবছরে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে কোম্পানীর ভুয়া এজেন্ট নিয়ােগের জন্য রংপুর বিভাগের লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুরসহ বিভিন্ন উপজেলায় অফিস চালু করেন প্রতারক তরিকুল ইসলাম।সহযোগীদের সহযোগিতায় মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড কোম্পানীর এজেন্ট নিয়োগ দেওয়া হবে মর্মে পত্রিকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি দেওয়া হলে রংপুর মহানগর সহ রংপুর বিভাগের ৬ শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হওয়ার জন্য আবেদন করে। এরপর প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা করে গ্রহণ করে গ্রেফতারকৃত তরিকুলসহ তার সহযােগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় পালিয়ে যায়। গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভুগীদের প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজারে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করে।প্রতারক তরিকুল ইসলাম বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চায়না কোম্পানীসহ বিভিন্ন বেনামী কোম্পানী এবং বিভিন্ন মন্ত্রণালয়-অফিসে নিয়ােগ দেয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply