শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষঃ নিহত-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ ২ জন প্রাণ নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দেবীপুর গ্রামের জিয়ারুল হকের মেয়ে জান্নাতি রহমতারা (১২) ও পাবনা জেলার বেড়া থানার সরিষা গ্রামের ট্রাকচালক আকরাম হোসেন (৩২)।
মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বাজারে দিনাজপুর- ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তাওহীদুল ইসলাম তাওহীদ।
তিনি জানান, মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও দিনাজপুর থেকে আসা বালু বোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ১২ বছরের শিশু জান্নাতি ও ট্রাকচালক নিহত হয়।
এসময় বাসে থাকা আরও ৯ জন যাত্রী আহত হয়েছে। তাঁদের দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশু জান্নাতির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com