সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ পৃথক ভাবে এই কর্মসূচী পালন করেন।
শনিবার সকাল ১১টার দিকে নগরীর বেতপট্টি কার্যলয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি এডভোকেট দিলশাদ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, সাংগঠনিক সম্পাদক রুবেল, মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্না, যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম, পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায় প্রমুখ।
এতে রংপুর মহানগর আওয়ামী লীগের ৬ থানা, ওয়ার্ড ও মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পর বিকেলে নগরীর বেতপট্টি দলীয় কার্যলয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, রোজী রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম,আবু তালহা বিপ্লব, আবু জসিম বিন জুম্মন, বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদক এ্যাড. আবু সাঈদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, মহিলা লীগের সভাপতি মরতুজা মনছুর, জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান শাহীন, রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সকল বাঁধা উপেক্ষা করে এ দেশের উন্নয়ন করছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চারা দিচ্ছে দেশের এই উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য। তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই অপচেষ্টা কখনই সফল হতে দিবে না আওয়ামী লীগ ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com