শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ইমাম ও শিক্ষকগনের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী/২৩ খ্রিঃ সোমবার সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের উপ-পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রবি শষ্কর মন্ডল, রংপুর জেলার ইপিআই সুপারিন্টেনডেন্ট আব্দুল মোত্তালিব।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার, কেয়ারটেকারগণ এবং ৫০ জন শিক্ষক শিক্ষিকাসহ ইমাম খতিববৃন্দ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com