শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

রংপুরে জমি সংক্রান্ত বিরোধে পিতা ও সৎ মাকে মারধর

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগাছা উপজেলায় জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে পিতা ও সৎ মাকে পিঠিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মোফাচ্ছেরুল ইসলাম মিলন নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয় এলাকাবাসী ও নারী নেত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতা মিলনের শাস্তির দাবি জানান।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গত ২০ ডিসেম্বর জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে মোফাচ্ছেরুল ইসলাম মিলন তার বাবা মোজাম্মেল হক ও সৎ মা রোজিনা বেগমের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে মিলন তার পিতা ও মাকে বেধড়ক মারধর করে। এতে তারা রক্তান্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহত অবস্থায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা সেখানে চিকিৎসা নেন। বিষয়টি নিয়ে মিলনের চাচা সাবেক ইউপি সদস্য হায়দার আলী, আরেক চাচা হাফিজুর রহমান ও মামাতো ভাই হারেস মিয়া মিমাংসার চেষ্টা করেও সফল হতে পারেনি।
স্থানীয়রা জানান, মিলন প্রায়ই পরিবারের সাথে খারাপ আচরণ করে ও পিতা, সৎ মাকে মারধর করে।  নাম প্রকাশে অনিচ্ছুক মিলনের প্রতিবেশীরা জানান, তারা মিলনের এমন কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। মিলনের আত্বীয়- স্বজনরা জানায়, সে এখন পাগল হয়ে গেছে যে যেকোনো সময় কোনো অঘটন ঘটাতে পারে।

এদিকে পীরগাছার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মিলনের  কঠোর শাস্তির দাবি জানান।
অন্যদিকে জেলার নারী নেত্রীরা জানান, একজন নারীকে তার নিজ পরিবার থেকে এইভাবে নির্যাতন ও লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ করেন। তারা বলেন, আমরা জেলার নারীদের অধিকার নিয়ে কাজ করছি। তাই অবিলম্বে এঘটনার বিচার দাবি করছি।

পীরগাছা থানার ওসি জানান, এবিষয়ে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com