রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

রংপুরে জাপা-বাসদের দুই শতাধিক নেতাকর্মী শ্রমিকদলে যোগদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় পার্টি (জাপা) রংপুর মহানগরের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন লুসিড ও বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী রংপুর জেলা শ্রমিক দলে যোগদান করে।
১৯ আগস্ট  শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা রংপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। এসময় জাতীয় পার্টি ও বাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু ও সদস্য সচিব শামীম মিয়া সহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকারি জাহিদ হোসেন লুসিড ও বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর্দর্শে অনুপ্রাণিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁরা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। আগামীদিনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা দাবি আদায়ে রাজপথে থাকারও অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com