শনিবার, ১৭ মে ২০২৫, ১০:২০ অপরাহ্ন

রংপুরে জেলা কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের প্রতি কাজ করে যেতে হবে। বাংলাদেশে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথম বারের মতো রংপুরে অনুষ্ঠিত হলো জেলা কৃষি ঋণ মেলা। ২৭ ফেব্রুয়ারী/২৩ খ্রি: সোমবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসনের আয়োজনে রংপুরের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহের সহযোগিতায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত),মোহাম্মদ জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো: ওবায়দুর রহমান মন্ডল, জনতা ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আব্দুল মতিন, রংপুর প্রেসক্লাবের সভাপতি, আমাদের প্রতিদিনের সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান হাবু। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকদের মাঝে স্বল্প মূল্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। এতে ১৪৬ জন কৃষকের মাঝে ২ কোটি ৮৫ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com