রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

রংপুরে নকল ওষুধ জব্দ ও ধ্বংস এক লাখ টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২২৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বুধবার বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল ওষুধ বিক্রির অভিযোগে ফাহিম ফার্মেসীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে আরও অংশগ্রহণ করেন মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা। রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রতিনিধি ও ডিবি’র সদস্যদের উপস্থিতিতে বুধবার বিকেল ৫ টার দিকে রংপুর নগরীর পায়রা চত্ত্বর এলাকার একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ফাইম ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ পাওয়া যায়। এর বেশির ভাগই ছিল নকল এন্টিবায়োটিক। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com