নিজস্ব প্রতিবেদক।- রংপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের মৃত্যু দাবি চেক বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারি বুধবার রংপুর নগরীর ৩ নং ওয়ার্ডের উত্তম হাজিরহাট নিউ মুন্সিপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যু ব্যক্তির পরিবারের নিকট বীমাকৃত টাকার চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও রাজনীতিবীদ সাইফুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের একাউন্স অফিসার আলমগীর কবিরসহ স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের ব্র্যাঞ্চ কন্ট্রোলার শাহিনা পারভীন। পরে অতিথিবৃন্দ বীমা গ্রাহক মোন্নাফ হোসেনের স্ত্রী বানু বেগমের হাতে ৩৫,৪৩০ টাকার বীমা দাবির চেক তুলে দেন। এসময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply