বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

রংপুরে ব্র্যাকের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল স্থান তৈরি করা প্রতিপাদ্যে সামনে রেখে র‌্যালী এবং আলোচনা সভা, উদ্ভাবনী ধারনা শেয়ারিং, র‌্যালী, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

১৯ আগস্ট শনিবার সকালে রংপুরের কারমাইকেল কলেজ এসব কর্মসূচী পালিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (জঐজঘ২)“ প্রকল্প কর্তৃক যুব ও কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরীর মাধ্যমে তরুণ ও যুব জনগোষ্ঠীর মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহনের পরিবেশ তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন কাজের ধারাবাহিকতায় আন্তর্জাতিক যুব দিবস পালন করে।
পরে কারমাইকেল কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক মো: আব্দুর রউফ শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছা: হাবিবা হেলেন, স্বর্ণ নারী এসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জুশ্রী সাহা, বক্তব্য রাখেন, সিনিয়ার অফিসার (পপুলার থিয়েটার) মোস্তাফিজুর রহমান সজল, ব্র্যাক জেলা যুব সংগঠক মো: সোলায়মান মিয়া।
হৃদয় কাজী ও মো: রকিবুল হাসান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর। স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ সদস্য আনিকা রোকাইয়া রওশন রেশমি। প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন ইয়ুথ সদস্য মো: রকিবুল হাসান । পরে উদ্ভাবনী ধারনা শেয়ারিং, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com