রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য প্রতিবেদন তৈরির পারদর্শী করার লক্ষে রংপুর জেলার সাংবাদিকদের জন্য তিনদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার নগরীর শালবন সেন্টাল রোডস্থ সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর বিভাগীয় প্রধান সালেকুজ্জামান সালেক, এসময় বিশেষ অতিথি ছিলেন, পিআইবির প্রশিক্ষণ মোহাম্মদ শাহ আলম, বিডিনিউজ ২৪ ডট কমের মোবাইল জার্নালিস্ট শাফাত রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকয় আলী বাদল, এসএ টিভির আশিকুর রহমান। এর আগে দুই দিন প্রশিক্ষণ প্রদান করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও পিআইবির প্রশিক্ষণ মোহাম্মদ শাহ আলম এবং ৩য় দিন প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ ২৪ ডট কমের মোবাইল জার্নালিস্ট শাফাত রহমান।
রংপুরের ৩৫ জন সাংবাদিক মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করেন। এসময় মোবাইল সাংবাদিকতা বিষয়ে কথা হয়। ফটো কার্ড, ভিডিও এডিটিং, লাইভসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply