শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

রংপুরে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রী সেলসিয়াস

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৬২ বার পঠিত

রংপুর  থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে বিচিত্র আবহাওয়া বিরাজ করছে। গত ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রী সেলসিয়াসের ওপর। তাপমাত্রা কমে যাওয়ায় অনেকস্থানে হালকা শীত অনুভূত হচ্ছে।
জুন মাসে সাধারণত মেঘের ঘনঘটা-বৃষ্টির রিমঝিম শব্দে মুখর থাকলেও এবারের চিত্র ছিল ভিন্ন। রংপুরের কোথাও বৃষ্টির দেখা মিলেনি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মত চেয়ে থাকে এই অঞ্চলের মানুষ। গত ৩/৪দিন থেকে বৃষ্টিপাতের সাথে সাথে প্রকৃতি শীতল হতে থাকে। রবিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী সেলসিয়াস। শনিবার ছিল ৩২ এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে জুন মাসে নরমাল বৃষ্টিপাত হয় ৫০০ মিলিমিটারের ওপর। সেখানে জুনের ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৫৯ মিলিমিটার।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রবাহ এবং বৃষ্টিপাত হওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com