রংপুর- রংপুর নগরীর হাজিরহাট এলাকার একটি তামাকের গোডাউনে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার তামাক ভষ্মীভূত হয়েছে। পুড়ে গেছে গোডাউনে রাখা বিপুল পরিমান তামাকসহ আসবাবপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত রোববার রাত ১১ টার দিকে তামাকের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় মুহূর্তেই গোডাউনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
তামাক গোডাউনের মালিক জাকারিয়া ইসলাম জানান, আগুনে গোডাউনে রাখা সম্পূর্ণ তামাক পুড়ে গেছে। এছাড়াও গোডাউনে রাখা অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক একেএম শামসুজ্জোহা জানান, খবর পেয়ে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।
Leave a Reply