হারুন উর রশিদ।-বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর মহানগর শাখার আওতাধীন ২৫ ও ৩১ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ও শনিবার পৃথক পৃথক মতবিনিময় শেষে কৃষক দলের ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
নগরীর ৩১ নং ওয়ার্ডের নাজির দিঘর গফুর বাজারে শনিবার ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে স্থানীয় বিএনপির প্রবীন নেতা মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান, কৃষক দলের ২১ নং ওয়ার্ডের সিঃ যুগ্ম আহবায়ক রোস্তম আলী, সদস্য আক্কাস আলী, সঞ্চালনায় ছিলেন মহানগর কৃষকদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ রহমান পিন্টু। বক্তব্য রাখেন ৩১ নং ওয়ার্ডের স্থানীয় মোঃ মনদেল মিয়া, শামসুজ্জমান, মোঃ মুকুল মিয়া, জাহিদুল ইসলাম, মোঃ কানন, মোঃ লেবু মিয়া, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মনতাজুল ইসলাম প্রমুখ। পরে মতবিনিময় শেষে সাইফুল ইসলামকে আহবায়ক, মোঃ মনতাজুল ইসলাম কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সারা দেশ বাসীর জন্য দোয়া করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে নগরীর ২৫ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে কামাল কাছনা শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান, মহানগর তাঁতী দলের আহবায়ক শাহেদ ইকবাল, সদস্য মোঃ সুমন, কৃষক দলের ২১ নং ওয়ার্ডের আহবায়ক নাইমুর রহমান রতন, সিঃ যুগ্ম আহবায়ক রোস্তম আলী, সদস্য মোঃ আক্কাস আলী, সঞ্চালনায় ছিলেন মহানগর কৃষক দলের সিনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ রহমান পিন্টু। বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ডের স্থানীয় নিরব মিয়া, মোঃ রোমান, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ আসিব মিয়া, মোঃ রাব্বি হোসেন রোমান প্রমুখ। মতবিনিময় শেষে আসিব মিয়াকে আহবায়ক ও রাব্বি হোসেন রোমানকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বর্তমান প্রেক্ষাপটে দ্রব্য মুল্যের উদ্ধগতির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন এবং সিন্ডিকেটের মাধ্যমে আবারও লুট পাটের রাজত্ব কায়েম করে আবার নিশি রাতের সরকার গঠনের পায়েতাঁরা করছেন অভিযোগ করেন। বক্তারা অতি দ্রুত সয়াবিন তেল, চিনি, চাল, ডাল, সারসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি করেন।
Leave a Reply