বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

রংপুর বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ১৯০

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে প্রতিনিয়ত। বাদ যায়নি রংপুর বিভাগও। এ বিভাগ জুড়েও আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে রংপুর নগরীসহ বিভাগের আট জেলার বিভিন্ন হাসপাতালে ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন।
লাল সবুজ সোসাইটির ব্যানারে বুধবার সকালে রংপুর নগরীর টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন কয়েকজন শিক্ষার্থী।
বুধবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে ৬, কুড়িগ্রামে ৭, নীলফামারীতে ৭, দিনাজপুরে ৬, গাইবান্ধায় ৫, ঠাকুরগাঁওয়ে ৫ এবং রংপুরে ১৯ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়েছে। এর আগের দিন মঙ্গলবার বিভাগে ৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনসহ জেলায় ৫৫ জন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনসহ জেলায় ২৯, নীলফামারীতে ২১, লালমনিরহাটে ১৩, কুড়িগ্রামে ১৬, গাইবান্ধায় ২৩, ঠাকুরগাঁওয়ে ২২ এবং পঞ্চগড় জেলায় ১১ জনসহ পুরো বিভাগে মোট ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর জেলায় ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আরও জানান, হঠাৎ করেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুরে একজন মারা গেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে ফিরেছিলেন।
এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছে, তাদের যথাসাধ্য চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। কিছু দিন আগে একজন মারা গেছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার জন্য আমরা চেষ্টা করছি।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু জানিয়েছেন, মহানগরকে তিনটি অঞ্চলে বিভক্ত করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছি। অনেককেই সতর্ক করে নোটিশও দেওয়া হচ্ছে।
এদিকে ডেঙ্গু রোধে সচেতনতামূলক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন রংপুরের কয়েকজন শিক্ষার্থী। লাল সবুজ সোসাইটির ব্যানারে বুধবার সকালে রংপুর নগরীর টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তারা।
দেখা গেছে, সড়কের পাশে একটি মশারি টাঙিয়ে দাঁড়ান শিক্ষার্থীরা। মশারির চারদিকে চারজন হাতে প্ল্যাকার্ড, মশারির ভেতরে একজন বসে আছেন। মশারির দুইপাশে ‘জমা জল যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং ডেঙ্গুর মশার বিভিন্ন লক্ষণ এবং করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com