জেলা প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলামের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত কৃষক দল নেতা হাজী শওকত নান্নুসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।
রবিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র কার্যালয়ের সামনে রংপুর মহানগর কৃষক দল এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এছাড়াও আরো বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, দিল মেরাজুল দুলু, রবিউল মাষ্টার, আখেরুজ্জামান মানু,শরিফুল ইসলাম শরিফ, শাহিন ইকবাল প্রমুখ। এসময় ১০নং ওয়ার্ডের আহবায়ক মনজুরুল রহমান, সদস্য সচিব আরব আলী, ১১ নং ওয়ার্ডের আহবায়ক গোলজার হোসেন, সদস্য সচিব তুহিন মিয়া, ১২নং ওয়ার্ডের আহবায়ক মাহ্ফুজার রহমান, সদস্য সচিব মনারুল ইসলাম, ১৩ নং ওয়ার্ডের আহবায়ক নুরুল ইসলাম চাচা, সদস্য সচিব শহিদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ডের আহবায়ক আজাহার আলী, সদস্য সচিব মাসুদ রানা, ১৭ নং ওয়ার্ডের আহবায়ক মোকছেদুর রহমান, সদস্য সচিব মোকলেছুর রহমান, ২১ নং ওয়ার্ডের ১নং যুগ্ন আহবায়ক রোস্তম আলী, সদস্য সচিব নাইমুর রহমান রতন, ৩২ নং ওয়ার্ডের সদস্য সচিব মনতাজুল ইসলামসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
মাববন্ধনে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুস্থ্যতা কামনাসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply