রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার এবং কুটুক্তি’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী/ ২২খ্রি: শনিবার দুপুরে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে দলটির নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টির দলীয় কার্যালয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহবায় ফারুখ মন্ডল, যুগ্ম আহবায়ক নুর ইসলাম, সদস্য সচিব বিপু, জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ,সহ সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক আল আমিন সুমন, মুহিন সরকার প্রমুখ। এছাড়াও রংপুর জেলা ও মহানগর ছাত্রসমাজের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা, রংপুরের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে সিটি মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে। মেয়রের নামে কুটুক্তি করা হচ্ছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তাই ষড়যন্ত্রকারি রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু’র বিচার দাবি সহ বিভিন্ন ¯েøাগান দেয় ছাত্রসমাজের নেতাকর্মীরা। আগামী ৭২ ঘন্টার মধ্যে মেয়রের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাদের সময় সীমা বেঁধে দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
Leave a Reply