বজ্রকথা ডেক্স।- ১৩ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দ্বিতীয় দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে চিত্রনায়িকা পরীমণি,মডেল মরিয়ম আক্তার মৌ, পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে রিমান্ড শেষ হলেও পর্নোগ্রাফি আইনের মামলায় রিমান্ডে থাকায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।এর আগে শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাদক মামলার রিমান্ড শেষে ওই পাঁচ আসামিকে হাজির করেন সিআইডির তদন্ত কর্মকর্তারা। তবে আসামিদের রিমান্ড চাননি তারা। পরে আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার রাত ৭টার দিকে তাকে প্রিজনভ্যানে করে ওই কারাগারে পাঠানো হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ১০ আগস্ট আদালতে হাজির করে পরীমণি, রাজ, মৌ, দীপু ও সবুজ আলীকে দ্বিতীয় দফায় দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়। আদালত ও মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, পরীমণির মাদক মামলায় অভিযোগ করা হয়েছে- বনানীর বাসায় পরীমণি তার সহযোগী আশরাফুল ইসলামের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে মজুদ রাখেন। তার বাসার একটি কক্ষের কাঠের ফ্রেমের ভিতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। এ ছাড়ও এলএসডি নামক মাদক জব্দ করা হয়েছে । জব্দকরা মাদকের মূল্য ধার্য হয়েছে ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। অপরদিকে চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় অভিযান চালিয়ে জব্দ ছয়টি দামি গাড়ির প্রকৃত মালিক কারা, সে বিষয়ে সিআইডি খোঁজখবর নিচ্ছে।
Leave a Reply