রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে দালাল চক্রের ছয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন ভাবে বাধাপ্রদান, মারমুখি আচরণ ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন-ছাদিকুল ইসলাম (২৫), একরামুল হক(৫৭), সৈয়দ মুন্না মিয়া(৫২), পলাশুর রহমান ওরফে পলাশ(৫২), ইয়াসিন ইসলাম ওরফে জয় (৪২) এবং হায়দার আলী (৪৬)। সকলই রংপুর নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নগরীর ধাপ এলাকায় গুড হেলথ হসপিটাল, আপডেট ডায়াগনষ্টিক সেন্টার, সোনার বাংলা ক্লিনিক, পপুলার ও সড়ক ভবনের সামনে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। এতে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়-স্বজনদের ইচ্ছাকৃতভাবে বাধাপ্রদান, মারমুখী আচরণ, ভয়-ভীতি দেখানো এবং বাকবিতন্ডা করার সময় দালাল চক্রের ৬ জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন ভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে। এই দালাল চক্রের সদস্যরা কখনো জোড় করে নয়তো বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়েরোগী ও তাদের লোকজনদের নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আটক হওয়া দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
Leave a Reply