বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুরে অসুস্থ রোগীকে দেখতে ক্লিনিকে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল মালেক মন্ডল (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টায় দিকে বিরামপুর পৌর শহরের দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর (বেলডাঙ্গা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক মন্ডল (৪৫) বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত. বাহার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার (১৫ জুলাই) রাতে তাঁর স্ত্রী নিয়ে আব্দুল মালেক মোটর সাইকেলে করে বিরামপুর একটি প্রাইভেট ক্লিনিকে অসুস্থ এক রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথে টাটকপুর (বেলডাঙ্গা) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আব্দুল মালেক গুরুতর আহত হয়। তবে সঙ্গে থাকা তাঁর স্ত্রীর শারীরিক তেমন কোনো ক্ষতি হয়নি।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাসনাত ইয়াসমিন তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply