মোঃ ইউসুফ আলী ।- মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে রোটারী ক্লাব অব দিনাজপুর ও রোটারী ক্লাব অব বারিধারা সানরাইজ ঢাকা এর যৌথ আয়োজনে ১৮ ডিসেম্বর শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুরস্থ দৌলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪নং আটগাঁও ও ৬নং রনগাঁও ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ১ শতাধিক পরিবারের মাঝে বস্ত্রহীনদের বস্ত্র দেওয়ার ব্রতে অসহায়, দুঃস্থ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট রোটারিয়ান এম. মাকসুদুল আলম ও রোটারী ক্লাব অব বারিধারা সানরাইজ ঢাকা’র পিপি রোটারিয়ান ড. জাফরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ল্যাফটেনেন্ট গভর্ণর রোটারিয়ান এ.কে.এম আব্দুস সালাম তুহিন, এ্যাসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মোঃ মনির হোসেন, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান অধ্যাপক মোঃ ছায়েদ আলী, রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ, নিক্কি থাইয়ের মার্কেটিং অফিসার মোঃ মাহফুজুর রহমান, এক্স রোটার্যাক্টর ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলী, দৌলা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ আব্দুস সামাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply