এস এ মন্ডল।- ষড়ঋতুর দেশ বাংলাদেশ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয় ঋতুর আর্বতে ঘোরে বারো মাস তেরো তিথি। বলাই বাহুল্য ষড় ঋতুর দেশ বাংলাদেশে প্রতিটি ঋতু আলাদা আলাদা বৈশিষ্ট্য সমুজ্জল। এ দেশের মানুষ প্রতিটি ঋতুই দারুণ ভাবে উপভোগ করে। তবে পীড়াদায়ক ঋতু হচ্ছে বর্ষা ও শীত। বর্ষায় বন্যায় মানুষ বিপাকে পড়ে। আবার শীত কালে চরম ঠান্ডায় কষ্ট পায়। অবশ্য শীতকালে শীত পড়বে এটাই স্বভাবিক! কিন্তু এবার শীতের তীব্রতা অনেকটা বেশি বলে উত্তরের মানুষ শীতে কাঁপছে। শুধু উত্তরাঞ্চল নয় এ বছর সারাদেশেই পয়লা মাঘ থেকে শীত নাড়া দিয়েছে। কুয়াশাও বেশি এবার। সারাদিন প্রায় সূর্যের মুখ দেখাই যাচ্ছে না। বেলা ১১টার আগে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। কাজে যোগ দিতে পারছে না। আবার রাত ৮টার মধ্যেই লোকজন ঘরে ঘরে প্রবেশ করছে। লক্ষ্য করা গেছে, ঘন কুয়াশার কারনে দিনে রাতে যান বাহনগুলো প্রায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। দূূর পাল্লার যান বাহনগুলো ধীর গতিতে চলছে।তার পরেও সড়ক দূর্ঘটনা ঘটছে। নৌযানগুলো ঝুুঁকি নিয়ে চলাচল করছে। কুয়াশার কারনে বিমানের ফ্লাইট বাতিল করা হচ্ছে। এবারের শীতে বয়স্ক ও শিশুরা বেশ কষ্ট পাচ্ছে। নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এবছর শীত বৃদ্ধি পেলেও গরম কাপড় শীতবস্ত্র তুলনা মূলক ভাবে কম বিতরণ করা হচ্ছে।
Leave a Reply