সম্প্রতি এনবিআর কর্তৃক ঘোষনা দেওয়া হয়েছে যে যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ৫০ লাখ টাকা অতিক্রম করলেই ১৫% ভ্যাট আরোপ করা হবে, যেটা পুর্বে তিন কোটি টাকা পর্যন্ত ৪% ছিলো।
দেশের অন্যন্য সেক্টরে এর প্রভাব কেমন পড়বে, সেটা সম্পর্কে আমরা বেশি অবগত না হলেও তবে ডিজিটাল ইন্ডাস্ট্রির অন্যতম ওয়েব হোস্টিং এবং আইটি সেক্টরে এর প্রভাব কতোটা ভয়াবহ হবে, সেটা অনুমেয়।
উদাহরহন স্বরুপ, দেশীয় ওয়েবহোস্টিং পরিষেবাদাতা কোম্পানীগুলো তাদের পরিষেবার সাথে খুবই সীমিত পরিমান মার্জিন রেখে সেটাকে বিক্রি করে। আর, তাদের প্রতিযোগীতার ক্ষেত্র হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ একজন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার এবং ডোমেইন নেম সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাকে প্রতিযোগীতা করতে হয় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন: নেমচিপ, গোডাড্ডি, হোস্টিঙ্গারের প্রতিষ্ঠানের সাথে। এছাড়া, এই সেক্টরে দেশীয় ব্যবসায়ীদের একটি বড় অংশই শিক্ষার্থী।
এখানে হয়তো অনেকে প্রশ্ন রাখতে পারেন যে আমার ব্যবসার ক্ষেত্র বাংলাদেশ কিন্তু আমাকে কেন বিদেশী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগীতা করতে হয়। এর কারণ হচ্ছে দেশীয় ওয়েব হোস্টিং গ্রহীতাদের একটি বড় অংশই সেবাদাতা হিসেবে বিদেশী প্রতিষ্ঠান বেছে নিতে পছন্দ করে। আমরা বিশ্বাস করি আমরাও তাদের দিক দিয়ে কম না সেবার মাধ্যমে সেটি উদ্যোক্তাদেরকে বুঝিয়ে দিতে চাই। ওয়েবহোস্টিং প্রভাইডার হিসেবে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ব্যাবসায়িক খাতে যাতে আরও প্রতিষ্ঠান তৈরি হয় সেটির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করা প্রচেষ্টা থাকে।
ডোমেইন নেম সার্ভিস এবং ওয়েবহোস্টিং সার্ভিস একটি ক্রস-বর্ডার সার্ভিস, যে কেউ চাইলে যেকোন সময়ে বিনা বাধায় যেকোন দেশের কোম্পানী থেকে এই সার্ভিস গ্রহন করতে পারে। এখানে যদি আমার প্রতিষ্ঠান অন্যন্য বিদেশী প্রতিষ্ঠানের চাইতে কম মুল্যে সেবা প্রদান না করতে পারে, তাহলে গ্রাহক কেন আমার প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহন করবে? এমনকি, যদি আমরা একটি বিদেশী প্রতিষ্ঠানের সমমুল্যেও সেবা অফার করি, তাহলে তারা আমাদেরকে বাদ দিয়ে বিদেশী কোম্পানী থেকেই সেবা গ্রহন করবে। কারন আজও আমাদের দেশের গ্রাহকদের একটি বড় অংশ যেকোন বিদেশী সামগ্রী ব্যবহারে বেশী পরিতৃপ্তি পেয়ে থাকে।
এর আরো একটি বড় কারন হচ্ছে দেশীয় সেবা প্রদানকারীদের প্রতি আস্থার অভাব। কারন এই সেক্টরে প্রচুর ফটকাবাজ রয়েছে, যারা একটি বিদেশী প্রতিষ্ঠান থেকে রিসেলার গ্রহন করে কয়েকদিন বিক্রি করে এরপর হঠাত উধাও হয়ে যায়। এখন পর্যন্ত দেশে মোটামুটি গ্রহনযোগ্য ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে ১০ টির মতো। আমরা গতবছরের মে মাসের দিকে সবাই মিলে একটা জড়িপ চালিয়েছিলাম, তাতে বেসিসের মেম্বারশিপ ৮টি ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার পেয়েছিলাম, প্রতিটি কোম্পানীর বার্ষিক গড় বিক্রি সাড়ে ৩ কোটির মধ্যে।
সেই হিসাবে ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বার্ষিক টার্নওভার মাত্র ২৮ কোটি টাকা। বিশ্বের প্রথম ওয়েবসাইট তৈরী হয় ১৯৯১ সালে। ১৯৯১ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এই সেক্টরের পরিধি ৩০ কোটি টাকারও কম। অথচ এর পরে তৈরী হওয়া অনেক সেক্টর পাওয়া যাবে, যাদের পরিধি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। যদি এই সেক্টরও উপযুক্ত সাপোর্ট এবং ভালো পরিবেশ পেতো, তাহলে এটিও হয়তো আজ ২৮ কোটি থেকে ২৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারতো।
এই অবস্থায় এই সম্ভাবণাময় ইন্ডাস্ট্রির উপরেও যদি ১৫% ভ্যাট চাপিয়ে দেয়া হয়, তাহলে এর হবে এটির বেড়ে উঠার আগেই এর গলা টিপে এটাকে মেরে ফেলা। আমরা মুষ্টিমেয় ওয়েব হোস্টিং সেবাদাতা কোম্পানী যারা আছি, আমরা কখনো সরকারের কাছে কোন অনুদান চাইনি, কখনো কোন প্রণোদনা চাইনি, আমরা সবসময়ে শুধু বেড়ে উঠার জন্য উপযুক্ত পরিবেশ চেয়েছি, এখনো সেটাই চাইছি এবং সামনেও এমনটা চাচ্ছি।
পুর্বে উল্লেখ করেছি যে যদি আমরা বিদেশী কোম্পানীর সমমুল্যেও সেবা অফার করি, তাহলেও দেশীয় সেবাগ্রহীতারা আমাদের বাদ দিয়ে বিদেশী প্রতিষ্ঠান থেকেই সেবা গ্রহন করবে। যদি এখন হঠাত বাড়তি ভ্যাট আরোপ করা হয়, তাহলে আমাদেরও বাধ্য হয়ে উক্ত পরিমানে মুল্যবৃদ্ধি করতে হবে। তখন গ্রাহকগন কেন বর্ধিত মুল্যে আমাদের থেকে সেবা গ্রহন করবে যেহেতু একটা ডুয়েল কারেন্সি কার্ড হলেই সে কমমুল্যে বিদেশী প্রতিষ্ঠান থেকেই সেবা গ্রহন করতে পারছে?
এছাড়া, দেশের ওয়েবসাইট গ্রহীতাদের একটি বড় অংশ বিদেশী প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহন করে, যার ফলে দেশের টাকার একটি অংশ প্রতিবছর বিদেশে চলে যাচ্ছে। আমরা দেশীয় কোম্পানীগুলো কিছুটা হলেও দেশের টাকা দেশে রেখে দিতে পারছি। যদি আমাদের পর্যাক্ত সুযোগ প্রদান করা হয়, আমরা চেষ্টা করে যাব যেন এই সেবার জন্য দেশীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই বিদেশী প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল না হতে হয় এবং এই ক্ষেত্র হতে দেশের যে টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে তার পুরোটাই যেন দেশেই থেকে যায়।
এছাড়া, কিছু বিদেশী গ্রাহক এই মুহুর্তে আমাদের থেকে পরিষেবা নিচ্ছে, তার মাধ্যমে অল্প হলেও বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসছে। আমরা সুযোগ চাই যাতে এই সেক্টরের মাধ্যমেও প্রবাসী আয়ের মতো অধিক হারে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসতে পারি।
চলুন দেখে নেয়া যাক যদি আমাদের দিকে লক্ষ্য না করে গনহারে ভ্যাট-ট্যাক্স চাপিয়ে দেয়া হয় তাহলে আমাদের করনীয় কি কি হতে পারেঃ
১। আমাদের বিকল্প কর্মসংস্থান খুজতে হবে।
২। পেটের তাগিদে বিদেশে পারি জমাতে হবে।
৩। গায়ের জোর থাকলে অনৈতিক পেশা বেছে নিতে হবে!
৪। কোনোটাই না করতে পারলে আত্মহত্যা করতে হবে।
৫। আমাদের সাথে সাথে প্রায় ১৫০০+ কর্মচারী চাকরি হারাবে
৬। ই-কমার্স সহ অনান্য খাত হারিয়ে যাবে
৭। দেশের রিজার্ভ আরও কমতে শুরু হবে
এবারে চলুন দেখি বাস্তবতাঃ
১। বিকল্প কর্মস্থান হিসেবে যদি চাকরি খুজি তাহলে আমাদের কে দিবে চাকরি? বরং এসব প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তারা চাকরি হারাবে।
২। বিদেশে পারি জমানোও একটা সহজ ব্যাপার নয়। বা পারি জমাতে পারলেও সফল হওয়া সর্বদা সহজ নয়। আমরা প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে প্রবাসীদের কান্না দেখতে পাচ্ছি।
৩। এই সেক্টরের সবাই শিক্ষিত, আমরা ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকান্ড সমর্থন করিনা।
৪। আত্মহত্যা ধর্মীয় এবং সামাজিকভাবে একটি নিকৃষ্ট কর্ম। এতে আমাদের উপর নির্ভশীল যারা তাদেরকেও একই পন্থা বেছে নিতে হবে।একজন উদ্যোক্তা হিসেবে আমার তরফ থেকে আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরুধ জানাচ্ছি উপরোক্ত বিষয়সমুহ বিবেচনা সাপেক্ষে ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রিকে বেড়ে উঠার বিশেষ সুযোগ দানে এটিকে যাবতীয় ভ্যাট-ট্যাক্সের আওতামুক্ত রাখার জন্য আর শক্তিশালী ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি হতে এগিয়ে আসুন যাতে অদুর ভবিষ্যতে এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্রে পরিণত হতে পারে।
(লেখক- মোস্তফা কামাল পরিচালক কোড ফর হোস্ট ইনঃ লিঃ
ফোনঃ +8801727434411)
Leave a Reply