বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

শেখ হাসিনা দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ বার পঠিত
বীরগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন মনোরঞ্জন শীল গোপাল এমপি -বজ্রকথা।

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছেন। স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সুখী-সমৃদ্ধ দেশ গড়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো। তার এই স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। শুধু যে ভালো অবস্থানে আছে তা নয়, উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন আমাদের উন্নয়নের অগ্রপথিক শেখ হাসিনা।
মুজিব শতবর্ষের উপহার ২১ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তয়ানে বীরগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বীরগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি রিন্টু শাহ্, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com