শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

সংবিধান লঙ্ঘন: বেরোবি উপাচার্যসহ ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সহ সাত শিক্ষকের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে থানায় এজাহার দায়ের করেছে একই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানায় অভিযোগ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান।

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. আর এমন হাফিজুর রহমান সেলিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুল হাসান, ইতিহাস ও প্রত্মতত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাম্মদ রহমতুল্লাহ।

এদিকে অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৬ ডিসেম্বর উপাচার্যের নির্দেশক্রমে মহান বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নির্দেশে ও ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪(২) অনুচ্ছেদ লঙ্ঘন করে বিকৃত জাতীয় পতাকা উপস্থাপন ও প্রদর্শনের মাধ্যমে অবমাননা করা হয়।

সংবিধানের ৪(২) অনুচ্ছেদে বলা আছে, “প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। অথচ ওইসব শিক্ষকেরা নির্দেশে ও স্ব-শরীরে উপস্থিত থেকে জাতীয় পতাকা বিকৃত, উপস্থাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। তারা জাতীয় পতাকার মাঝখানের রক্তবর্ণ ভরাট বৃত্তটি পরিবর্তন করে বর্গাকার আকৃতির করে সংবিধানের ৪(২) অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ওই পতাকা উপস্থাপন করে সংবিধানের ৭ (ক) ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। তারা পতাকা বিধি অমান্য করে পায়ের নিচে স্পর্শ করিয়েছে।

অভিযোগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আকতারুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে৷ তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com