বজ্রকথা ডেক্স।- ১০ ফেব্রুয়ারী বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা যদি সবাই টিকা নিয়ে নিই, তাহলে কারও মধ্যে ছড়াতে পারবে না। সে জন্য আমি অনুরোধ করব, আপনারা সবাই মেহেরবানি করে টিকা নেবেন, সবাই টিকা নিয়ে নিন। তিনি বলেন, সব দেশেই টিকা নিচ্ছে। সারা বিশ্ব টিকা নিচ্ছে। আমরা নেব না কেন? প্রয়োজন বুঝে সবাই টিকা নিন।’ ‘আমি গতকাল টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে ভ্যাকসিন নিয়েছি। তবে কোনো সাইড ইফেক্ট হয়নি। কোনো কিছুই দেখিনি আমি। কোনো অসুবিধা হয়নি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম। সে সময় জ্বর আসত। তবে এ টিকা নেওয়ার পর ব্যথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।’
Leave a Reply