বজ্রকথা প্রতিনিধি।-২০ জানুয়ারী/২৩ খ্রি: শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় এফসাকল এর শাখা সংগঠন, সম্প্রীতির উঠোন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতির উঠোন কমিটির সভাপতি কবি তরণী কান্ত মন্ডলের সভাপতিত্বে কুতুবপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতি ছিলেন এফসাকল এর জেনারেল সেক্রেটারী/পরিচালক কবি সুলতান আহমেদ সোনা।
আসন্ন দক্ষিণ এশিয়ার সাহিত্য- সংস্কৃতি বিষয়ক সম্মেলন ,গুণীজন সংবর্ধনা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান/২৩ খ্রি: উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারী রবিবার সম্প্রীতির উঠোন সভার আয়োজনকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিকে টিভি এন্টারটেইনমেন্ট এর প্রধান সমন্বয়কারী এ টি এম আশরাফুল ইসলাম রাঙ্গা, এফসাকল এর সাংগঠনিক এম জি ফরহাদ মিয়া, এফসাকল এর সদস্য বিনয় চন্দ্র মাষ্টার, সম্প্রীতির উঠোন কমিটির সহ-সভাপতি,বাদল চন্দ্র মন্ডল, সম্পাদক দিলীপ মন্ডল, সদস্য অম্বিকা মন্ডল, প্রদীপ মন্ডল প্রমুখ।
সভায় অতিথি বরণ অনুষ্ঠান,সম্প্রীতির উঠোন সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান বনার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বক্তাগণ এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply