রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৪৬ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- বগুড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক ও চিত্র সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দিনাজপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বগুড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম এবং ঘোড়াঘাটে রাতের আধারে পুলিশ কর্তৃক একজন সাংবাদিকের ঘরের তালা ভেঙে আটক করার বিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দুর্নীতির নিউজ করতে গিয়ে সাংবাদিকরা যখন মারধর কিংবা হামলার শিকার হন তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলেন, সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন। এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন। কিন্তু বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে। আর প্রতিনিয়ত নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করা হচ্ছে। এতে দেশের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে জানান সাংবাদিক নেতারা।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়ির সাংবাদিক আজহার জুয়েল, রফিকুল ইসলাম ফুলাল, আবুল কাশেম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com