মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২১১ বার পঠিত

জেলা প্রতিনিধি।- সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ । আটককৃতরা হলেন নজমল হক এবং অন্যজন মোঃ সেলিম মিয়া। ১২ এপ্রিল/২১ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার কাজির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত দুজনেই কুখ্যাত জুয়ারি বলে অভিযোগ রয়েছে । সদর থানার এস আই বাপ্পী কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনার এজাহারভূক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত :আজিজ মিয়ার ছেলে। এর আগে গত ৮ ই মার্চ সংবাদ প্রকাশের জের ধরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়া জুয়াড়িদের হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক সুমন । হামলার পর জুয়াড়ি তার কাছে থাকা ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে চলে যায় । এরপর হামলার ঐ দিনই সুমন মন্ডল নিজে বাদী হয়ে মোঃ লিটন , মোঃ নজমল হক, ও মোঃ সেলিমসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করে সাংবাদিক সুমন মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com