ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে ভটভটির ধাক্কায় মোটর সাইকেল মেকার মিলন মারা গেছেন। ভটভটির ধাক্কায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে সে মারা যায়। ২৮ ডিসেম্বর সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত মিলন (৩০) নিজপাড়া গ্রামের লুলু মেম্বারের ছেলে ।
জানা যায়, গতকাল রাতে ধাপের হাট আখক্রয় কেন্দ্র সংলগ্ন তার মটর সাইকেল পাটর্সের দোকান বন্ধ করে মটরসাইকেল নিয়ে বাড়ী যাবার পথে আমবাগান কলমের বটগাছ নামক স্হানে পৌছিলে একটি আলো নিহীন ভটভটি তাকে ধাক্কা দিলে মিলন গুরুতর আহত হয়, পরে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে সে মারা যায়।
বিষয়টি, নিশ্চিত করেন ধাপেরহাট ফাড়ি থানা পুলিশ।
Leave a Reply