ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিএনজি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম ( ২০) নামের এক যুবক নিহত হয়েছে। ১২ এপ্রিল /২১খ্রি: সোমবার দুপুর ২ টায় সাদুল্লাপুর- নলডাঙ্গা পাকা সড়কের লালবাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত আশরাফুল ইসলাম উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার সংলগ্ন পশ্চিম খামার দশলিয়া গ্রামের নুর মোহাম্মদের একমাত্র ছেলে। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের স্বজনেরা জানান, ঘটনার দিন আশরাফুল তার ব্যক্তিগত কাজে সাদুল্লাপুর যায়। কাজ শেষে সেখান থেকে সিএনজি যোগে তিনি বাড়ি ফিরছিলেন। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্র অজ্ঞাত এক মোটর সাইকেল আরোহী হ্যান্ডেল দিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী আশরাফুল গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আশরাফুল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে তার স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে তাৎক্ষনিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি নিয়ে যায় তার স্বজেনেরা। বাড়ি পৌঁছার কিছুক্ষন পর ক্রমান্বয়ে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এমতবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Leave a Reply