সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- আগামীকাল বুধবার নওগাঁ জেলার সাপাহার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্রই যেন সাজ সাজ রব উঠেছে, আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন থেকে দফায় দফায় আনন্দ মিছিল, বিভিন্ন মোড়ে মোড়ে খোশগল্পের আড্ডা, পোষ্টারিং, মাইকিং চলছে পুরোদমে। ইতোমধ্যেই উপজেলার গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে বাহারী রংবেরঙের তোরণ নির্মান করা হয়েছে। ওই দিন বাংলাদেশ সরাকরের তথ্য মন্ত্রী হাসান মাহমুদ ওই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ বেশ কয়েজন এমপি এবং সচিবগনও উপস্থিত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply