রংপুর প্রতিনিধি।- ডিজিটাল নিরাপত্তা আইনে আটকৃত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষসহ কারাবন্দী সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে সিপিবির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর জেলা শাখার নেতাকর্মীর নগরীর স্টেশন রোড দলীয় কার্যালয় থেকে এশটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, জেলা কমিটির সদস্য আলতাফ হোসেন, কৃষকনেতা হৃদয় কুমার বর্মন, যুব ইউনিয়ন রংপুর জেলা সভাপতি মেজবাহ্ বাবু, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি আবু সালেহ্ সিহাব প্রমূখ।
সমাবেশে বক্তারা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা জেলার গিদারী ইউনিয়নের সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ছাদেকুল ইসলাম মাস্টার সহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
প্রসঙ্গত: গাইবান্ধা জেলা সদরের গিদারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধা থানায় দায়েরকৃত মামলায় গত ১৯ জানুয়ারী ২০২২ইং তারিখে মিহির ঘোষসহ নেতাকর্মীরা রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply