মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে  পুকুরে পড়ে যমজ ভাই বোনের  মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে পড়ে  যমজ বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ অক্টবর/২২ খ্রি: সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
দেড় বছর বয়সী মারা যাওয়া আমিনুল ইসলাম ও আমেনা আক্তার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের শাহ্ আলম মিয়ার সন্তান।
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের বরাতে ওসি জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল আমিনুল ও আমেনা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই-বোন। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে।ঘণ্টাখানেক স্বজনরা পুকুর থেকে আমিনুল ও আমেনার মরদেহ তুলে আনে। এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com