ছাদেকুল ইসলাম রুবেল|- গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মোজাহারুল ইসলাম ওরফে হারুন মিয়া (৪০) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে এঘটনা ঘটে। মোজাহারুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল শেখ ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানায়, মোজাহারুল ইসলাম জুমার নামাজে যাবার জন্য বাড়ির নলকূপে গোসল করতে যায়। এসময় তিনি বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। সময় স্বজনরা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলকা ইউপি চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply