ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
নিহত হলেন উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন উর রশিদ (৩০) ।
২৮ ডিসেম্বর সোমবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে পুকুরে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে সে মারা যায়।
স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্টর খবর দিলে খবর পেয়ে বিকেলে থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply