ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকা জরিমানাসহ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনোয়ারুল ইসলাম শাহিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। থানা সূত্র জানায়, আদালত চেক জালিয়াতির মামলায় মনোয়ারুল ইসলামের ৮ লক্ষ টাকা জরিমানাসহ এক বছরের কারাদন্ডাদেশ দেন।
এরপর প্রায় ৬/৭ মাস থেকে থেকে শাহিন পলাতক থাকায় গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এস.আই সেলিম রেজার নেতৃত্বে এ.এস.আই আসাদুজ্জামান এ.এস.আই শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে শাহিনকে গ্রেফতার করে।
শাহিন উপজেলার সর্বানন্দ গ্রামের মুনছুর আলী আকন্দের ছেলে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply