বজ্রকথা প্রতিবেদক।- গত বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী রংপুরে ট্যাক্স কার্ড প্রাপ্ত এবং সর্বোচ্চ ও করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। রংপুর কর অঞ্চলের কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে কর ভবনের সম্মেলন কক্ষে ট্যাক্স কার্ড প্রাপ্ত এবং সর্বোচ্চ ও দীর্ঘ সময় ২০২০ সালের আয় কর প্রদানকারী সেরা করদাতাদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর রংপুর জেলার ২য় সর্বোচ্চ আয় কর প্রদানকারী বা করদাতা হিসেবে হিসেবে সন্মানিত হয়েছেন, পীরগঞ্জের বিশিষ্ঠ ব্যবসায়ি মাহমুদুন নবী পলাশ । এদিন তাকে জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, কর দেওয়া নাগরিক দায়িত্ব, এটি গর্বেরও। আসুন আমরা সবাই কর দিয়ে সরকারকে তথা দেশকে আরও শক্তিশালী করি।
Leave a Reply