শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

স্বপ্না রাণীর গল্প বলি শোন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৭৪ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- একজন স্বপ্না রাণীর গল্প বলি শোন। স্বপ্না একজন মেয়ে মানুষ। দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রাণীগঞ্জ বন্দরের পাশেই একটা হিন্দু পরিবারে তার জন্ম হয়েছিল । স্বপ্নার মা- বাবার অভাবের সংসার ছিল। তাই জীবনকে নিয়ে স্বপ্ন দেখার সুযোগ পায়নি স্বপ্না। খুব অল্প বয়সেই মানে মাত্র ১৩ বছর বয়সে বিয়ের পিড়ীতে বসতে হয়েছিল তাকে। অবশ্য এখনকার হিসেবে সেটা ২৮ বছর আগের কথা। স্বামী সুপথ চন্দ্র পেশায় একজন কাঠ মিস্ত্রী। বসত করে পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামে। সুপথ যদিও সুপথেই ছিল কিন্তু কাঠ মিস্ত্রীর কামাই আর কত ? একজন লেবারের পুত্র ছিল সুপথ; পিতা তাকে জন্ম দেয়া ছাড়া আর কিছুই দিতে পারেনি। জমি জমা কিছুই তার নাই। ফলে বিয়ের পর সুপথ আর স্বপ্নার জেগে জেগে স্বপ্ন দেখার বাসনা কর্পুরের মত উড়ে গেল। দিন আনা দিন খাওয়া। তার মধ্যেই তাদের ঘরে বছর দশেকের মধ্যে জন্ম নেয় এক পুত্র আর এক কন্যা সন্তান। এ সময় রোজগার না বাড়লেও চাহিদা বেড়ে যায়। সন্তানও বড় হতে থাকে। সুপথ ও স্বপ্না পুত্রকে বড় মানুষ বানাবার জন্য স্কুলে ভর্তি করে দেয়। পুত্র স্কুলে যায় আসে। বছর যায় বয়স বাড়ে পুত্রের। তাতে দিনে দিনে পুত্রধন বয়সে বড় হলেও সুপথের দেখানো পথে না থেকে বিপথে চলে যায় একমাত্র পুত্র। এবার সন্তানের পড়া লেখা বন্ধ হলো। স্বপ্না পীরগঞ্জ বি আর ডি বি অফিস থেকে ঋণ নিয়ে দোকান করে দেয় ছেলেকে। তার পর যা ঘটলো তা হলো পুঁিজ গায়েব! একটা সত্যি কথা বলি, পুঁজির আকার যত বড়ই হোক, নেশা পেয়ে বসলে টাকা কী আর থাকে ? ওই ডাল -বাবা এক হাড়িতে চড়ানোর কারনে সব খিঁচুড়ি হয়ে যায়। এবার সব আশা ছেড়ে দিয়ে নিজেই ব্যবসার হাল ধরে স্বপ্না রানী। কারণ মাথার উপর তার অনেক দায়। ঋণের চাপ, সংসারের খরচ। উপায় কী ? অবশেষে বাপের বাড়ি থেকে দশ হাজার টাকা এনে নতুন করে পীরগঞ্জ পৌর সভার প্রজাপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে ব্যবসা শুরু করে স্বপ্না রাণী। এর পর ব্যবসা বাড়তে থাকে। ধীরে ধীরে আগের ধার দেনা শোধ হয়। এরপর লক্ষ টাকা ঋণ নিয়ে দোকান বড় করেন স্বপ্না রানী। সময় বুঝে ২০১০ সালে মেয়েকে গ্রামেই বিয়ে দেন। ২০১৮ সালে বিয়ে দেন ছেলেকে। এখন বেশ জমজমাট ব্যবসা করছে স্বপ্না রাণী। তার দোকানে সব কিছু পাওয়া যায়। বেচা বিক্রীও বেশ ভালো। তার নেয়া লক্ষ টাকা ঋণ শোধ হয়েছে প্রায়। এরই মধ্যে ৫০ হাজার টাকা দোকান ঘরের জামানত দিয়েছে সে। স্বামী সুপথ দোকানে ফ্রিজ কিনে দিয়েছে। তাতে তার বিনিয়োগ বেড়ে দাড়িয়েছে প্রায় ২ লাখ টাকার মত। দোকানে লক্ষ টাকার মালামাল শোভা পাচ্ছে। সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে তাদের। ইচ্ছা থাকলে আর পরিশ্রম করলে যে স্বনির্ভর হওয়া যায়, স্বপ্না রাণী তার একটা উদাহরণ হতে পারে। সুপথের সংসারে স্বপ্না রাণীর পরিশ্রমে এখন সুখের হাওয়া বইছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com