শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

স্বপ্ন দেখা দোষের কিছু নয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২২৭ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।-স্বপ্ন দেখা দোষের নয়। যারা ব্রিটিশ যুগে জন্মে ছিলেন তারা স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারত, কেউবা স্বাধীন পাকিস্তানের। যারা পাক আমলে জন্মে ছিলেন তারা স্বপ্ন দেখেছিলের স্বাধীন বাংলাদেশের। আর যারা বাংরাদেশে জন্ম গ্রহন করেছেন তারা এখন স্বপ্ন দেখছেন সোনার বাংলা গড়ার।
মানুষ স্বপ্নবাজ হলে কল্পনারা পাখা মেলে, মন ঘুরে বেড়ায় সাত আসমান। মন এটা সেটা নানানটা করেতে চায়। তবে মানুষ স্বপ্ন দেখে দুইভাবে। কেউ কেউ স্বপ্ন দেখেন ঘুমের ঘোরে, আবার কেউ বা জেগে জেগে। এই ভাবে স্বপ্ন দেখার মধ্যে দোষের কিছু আছে বলে মনে করি না। এ কথাও সত্য, ইচ্ছে করলেই সবাই স্বপ্ন দেখতে পারে না। যারা স্বপ্নচারি তারা কিন্তু বিলাসী হয়ে থাকেন। তারা স্বপ্নে কল্পনায় নানা রঙ্গের ছবি আঁকেন। তারা অনেক ভালো কাজ করতে পারেন। স্বপ্নবাজরা নিঃসন্দেহে সৃষ্টিশীল মানুষ। আর যাদের চিত্তে স্বপ্ন নেই,যাদের অন্তরে কল্পনারা লুকোচুরি খেলে না তারা অন্যের নিন্দা করতে পারেন। তারা চোখে সাদা কালো ছাড়া আর কোন রং দেখতে পায় না। নিশ্চয় মানি স্বপ্নবাজ হলেই, কেউ যে সপ্ত আসমান ঘুরতে পারবেন তাও নয়। উপরে উড়তে চাইলে মনে শক্তি আর চেতনার জোর থাকা চাই। এই যে মনের জোর আর চেতনা শক্তি, এদুটো কারো সাথে থাকলে সেই ব্যক্তি সৃষ্টিশীল মানুষদের তালিকায় নাম লেখাতে পারেন। সেই সাথে এও বলি চেতনার জোড় থাকলে যে কেউ সপ্তম আসমান পর্যন্ত যেতে পারুক আর না পারুক তিনি যে এক আসমান বিচরণ করবেন তাতে কোন সন্দেহ নেই।
আমাদের সমাজে যে সব কর্মবীর মানুষ দেখি তারা কিন্তু স্বপ্নবাজ মানুষ, ভালো মানুষ। আমি বিশ্বাস করি, তারা যেখানে,যে পরিবেশে, যে পরিবারেই জন্ম গ্রহন করুক না কেন, তাদের দ্বারা ভালো কাজ হবে এটা জোর দিয়ে বলা যায়। আমাদের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অনেক স্বপ্নবাজ মানুষ আছেন, তারা ইদানিং অবহেলিত পীরগঞ্জ উপজেলাকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখছেন। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভাকে নিয়ে তাদের পরিকল্পনার অন্ত নেই। লক্ষ্য করছি কেউ দায়িত্বে থেকে কেউ দায়িত্বের বাইরে থেকেও মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করার, কল্যাণ করার আগ্রহ প্রকাশ করছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের আমরা সন্মান জানাচ্ছি। ইদানিং অনেকের সাথে কথা হচ্ছে তারা তাদেও মনের গহিনে থাকা চিন্তা, ভাবনা ও স্বপ্ন, কল্পনার কথাগুলো বলছেন। শুনতে ভালোই লাগছে।
১৫টি ইউনিয়ন এবং ১ পৌরসভা নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা। সাম্প্রতিক সময়ে এই উপজেলায় বেশ কিছু উন্নয়ন মূলক কাজ হয়েছে, হচ্ছে। পৌরসভার মধ্যে মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ কর্ম হচ্ছে। আমরা পৌরসভার নানা উন্নয়ন ,উন্নতি, কর্মকান্ড দেখে ধারাবাহিক ভাবে সে সব তুলে ধরতে চাই। সকলের জানা দরকার আগে কি ছিল আর এখন কি হচ্ছে ? কাউন্সিলর সাহেবরা তাদের মেয়াদকালে কি করেছেন, কি ভাবছেন! পাশাপাশি তাদের সস্পর্কে এলাকার মানুষের কিছু মন্তব্য তুলে ধরার বাসনা আছে। তাই শুরু করতে চাই পীরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড নিয়ে। উজিরপুর (দাশপাড়া) ও তুলারাম মজিপুর নিয়ে পৌর সভার ১নং ওর্য়াড। জনসংখ্যা প্রায় ৫ হাজার। ২০১৬ সালে ভোটার ছিল এক হাজার আট শত, এবার কিছু বাড়বে। প্রথম মেয়াদেই পীরগঞ্জ পৌরসভা স্থানীয় সরকারের “গ” থেকে “খ” শ্রেনীতে উন্নীত হয়েছে। ২০১৬ সালের ৭ আগষ্ঠ পীরগঞ্জ পৌরসভায় ভোটের মধ্য দিয়ে কাউন্সিলর র্নিবাচিত হয়েছেন উজিরপুর গ্রামের আলহাজ্ব তাজুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম। এ ওয়ার্ডে শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দুইটি হীমাগার,আফতাব গ্রুপের মুরগীর হ্যাচারী ১টি । ৩১ আগষ্ঠ ২০১৬ এ ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার পর থেকে পিছিয়ে পড়া জনগনকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নির্মোহ পরিশ্রমী উদ্যোমী পরিচ্ছন্ন কাউন্সিলর কবিরুল ইসলাম। এলাকার অবকাঠামো উন্নয়নে এরই মধ্যে মুল রাস্তা ১১টি সম্পন্ন হয়েছে এছাড়াও চলমান রয়েছে ৫টি রাস্তার কাজ। ড্রেন নির্মান হয়েছে প্রায় ২ কিলোমিটার। ছোট ছোট ৮-৯টি রাস্তা পাকা হলে শতভাগ রাস্তা পাকা হবে বলে জানান কাউন্সিলর কবিরুল ইসলাম। এছাড়াও তিনি আরও জানান বয়স্ক ,বিধবা ভাতা শতভাগ পুরণ হয়েছে এবং প্রতিবন্ধী ভাতা ১০টা বাকী রয়েছে,আগামী বছরে সবকিছু শতভাগ হবে বলে আশাবাদী। এ সময়ে ৪টি ঈদগাঁহ মাঠের মধ্যে ৩টির সংস্কার হয়েছে, বাকী রয়েছে ১টি। একটি শষ্মাণের সংস্কার করা হয়েছে। বিদ্যুৎ আছে সব বাড়িতে। এলাকার সাধারণ মানুষ তার কাজ কর্মে অত্যন্ত খুশি। দান-খয়রাতে হাত বড় কবিরুলের।অসুস্থতা, চিকিৎসা, বিয়ে, ধর্মীও অনুষ্ঠান,বস্ত্রদান,মসজিদ,মন্দির নির্মান কাজ, খেলাধুলা, সামাজিক – সাংস্কৃতিক অনুষ্ঠান সর্ব ক্ষেত্রেই তার সহযোগিতা আছে বলে জানা গেছে। কবিরুল ইসলাম জানিয়েছেন সাধারণ মানুষকে নিয়ে, তাদের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখেন তিনি। কবিরুল জানিয়েছেন, মেয়র তাজিমুল ইসলাম ১ নং ওয়ার্ডের উন্নয়নে সব সময় খোঁজ খবর রাখেন ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেই তার ওয়ার্ডে যথেষ্ট কাজ হয়েছে এবং হচ্ছে। আগামীতেও নির্বাচন করবেন কী না এমন প্রশ্নের জবাবে কাউন্সিলর কবিরুল ইসলাম জানিয়েছেন, এলাকাবাসী চাইলে আর একবার নির্বাচন করতে পারেন। তিনি সকলের দোওয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com