রংপুর প্রতিনিধি।- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরের বিভিন্ন সড়ক আলপনায় রঙিন হয়ে উঠেছে। ২৪ মার্চ/২১ খ্রি: বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভি উদ্যান সড়ক, টাউন হল চত্বর সড়ক এবং স্টেডিয়াম সড়কে আলপনার আঁকা শুরু হয়েছে।রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’ এর সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক স্বেচ্ছাসেবী রঙ তুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলছেন রংপুরের প্রধান সড়কগুলো। ‘রঙিন হবে রংপুর’ প্রতিপাদ্য নিয়ে উই ফর দেম’র প্রায় শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবী দুপুর থেকে তুলি হাতে কাজ শুরু করেন।মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে তারা কাজ করছেন। রাতের জন্য ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। আলপনা উৎসব দেখতে ভিড় করছেন রংপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরিবারের সাথে শিশুসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা এই আলপনা উৎসব দেখতে আসছেন। প্রকাশ করছেন উচ্ছাস। এছাড়াও এতে জেলা চারুকলা একাডেমির চিত্রশিল্পীরাও অংশ নেন।স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’ এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ বলেন, ‘আলপনা আঁকার জন্য নির্ধারণ করা চার সড়কের সঙ্গে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে। আমরা আলপনার রঙে মহান মুক্তিযুদ্ধের আবেগ, স্মৃতি ও শোককে ফুটিয়ে তুলতে চাই। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্বতার গল্পকে জানাতে চাই। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আলপনা উৎসব করা হচ্ছে। গুরুত্বপূর্ণ চারটি সড়কের প্রত্যেক অংশে লম্বায় ১২০ ফুট এবং প্রস্থ ১৫ ফুট করে আলপনা করা হচ্ছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরকে রঙিন করে সাঁজাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক আসিব আহসান সবসময় খোঁজ নিয়ে উৎসবের সার্বিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এই আলপনা উৎসব রংপুরের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেবে।’রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, এরআগেও রংপুরে আলপনা উৎসব করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে এবার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আলপনার রঙে রঙিন করা হবে।
Leave a Reply