বজ্রকথা ডেক্স।- ৮ এপ্রিল/২১ খ্রি: বৃহস্পতিবার সকালে বিসিএস কর্মকর্তাদের ছয় মাসব্যাপী ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সে ধাক্কাটা দেখতে পাচ্ছি। করোনাভাইরাস মহামারী থেকে মানুষের জীবন রক্ষায় সামনে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।আমরা তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো মানুষকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেটা আমরা নেব। এদিন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন।প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের জীবন-জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। তিনি বলেন, যেমন মাস্ক পরাটা একান্তভাবে দরকার, অফিস-আদালত বা কাজ থেকে ঘরে ফিরে সবাই একটু গরম পানির ভাপ নেবেন। কারণ এ ভাইরাস সাইনাসে গিয়ে বাসা বাঁধে। সেটা যেন না পারে সেজন্য একটু গরম পানির ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন। অন্যরা যেন সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। প্রত্যেকে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এ বিষয়ে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। শুধু নিজের নয়, অন্যদের সুরক্ষার জন্যও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। আমাদের মহান মুক্তির সংগ্রামে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। কাজেই সবাইকে সমান অধিকার দিয়ে কাজ করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার ২০০৯ সাল থেকে একটানা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়নের কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছে এবং ১০ বছর মেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরাই বিশ্বে প্রথম শত বছরের ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ বাস্তবায়ন শুরু করেছি। ‘ডিজিটাল বাংলাদেশ’-এর সুবিধা আজ শহর থেকে প্রান্তিক গ্রাম পর্যায়ে বিস্তৃত হয়েছে। একটানা সরকারে আছি বলেই দেশের উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, করোনাভাইরাস আজ সারা বিশ্বকেই তোলপাড় করে দিয়েছে। বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই একটা বাধা আসছে। তার পরও আমাদের প্রচেষ্টা রয়ে গেছে। এর পরও আমরা বাজেট প্রণয়ন করেছি। কিছু দিনের জন্য সবকিছু থমকে গিয়েছিল। তার পরও আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ অব্যাহত রেখেছি। কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। প্রধানমন্ত্রী বলেন, আমি জানি এখন আমার যে বয়স তাতে ৪১ সাল পর্যন্ত বেঁচে থাকা বা রাষ্ট্র পরিচালনার কোনো সম্ভাবনা নেই। তবে আজ যারা নবীন অফিসাররা প্রশিক্ষণ নিয়ে কাজে যাবেন, আপনাদের ওপর এ দায়িত্ব পড়বে। আমি বলব আমার ৪১-এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক হচ্ছেন এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রের দায়িত্বে যোগ দেবেন। এদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৭১তম বুনিয়াদি কোর্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রতিষ্ঠানে রেক্টর মো. রকিব হোসেন ফলাফল উপস্থাপন করেন এবং শপথ পড়ান। এবারের কোর্সে ৩০৭ জন কর্মকর্তার সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে ২২৮ জন পুরুষ এবং ৭৯ জন নারী কর্মকর্তা রয়েছেন।
Leave a Reply