বজ্রকথা ডেক্স।- ৯ ফেব্রুয়ারী/খ্রি: মঙ্গলবার বিচারপতি মো: মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ হাজি সেলিমকে দেওয়া নি¤œ আদালতের একটি রায় বহাল রেখেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের এমপি হাজী মোহাম্মদ সেলিমকে নিম্ন আদালত ১০ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ডের রায় দিয়েছিল। নিম্ন আদালতের রায় বহাল হওয়ায় এ টাকা পরিশোধ না করলে আরও এক বছর জেল খাটতে হবে তাকে। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি মোহাম্মদ সেলিম এমপিকে বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এখন ফৌজদারি মামলায় এ দন্ডের কারণে হাজী সেলিমের সংসদ সদস্যপদ ঝুঁকিতে পড়ল। বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই কিংবা ততোধিক বছর কারাদন্ডে দন্ডিত হলে এমপি থাকার যোগ্য হবেন না এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর এমপি হওয়ার যোগ্য বিবেচিত হন না। অপরদিকে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী।
Leave a Reply