রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরের মিঠাপুকুরের ইমাদপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীকে (২২) ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। উপজেলার ইমাদপুর ইউনিয়নের নাওকাটায় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনা ধামাচাপা দিতে ১ লাখ ৮০ হাজার টাকায় রফাদফা করেন ইমাদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অনিল কুমার গাঙ্গুলী। কিন্তু ৩ মাসেও ওই ভুক্তভোগীকে টাকা দেয়নি ওই আ’লীগ নেতা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই স্বামী পরিত্যাক্তা নারী দীর্ঘদিন ধরে বাবার বাড়ীতে অবস্থান করছেন।
গত ২৮ মার্চ প্রতিবেশী স্বপন চন্দ্র মহন্ত ও বাবু প্রামানিক রাতে বেড়াতে এসে জানতে পারে ওই নারীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে গেছেন। সেই সুযোগে অভিযুক্ত স্বপন পেপসির বোতলে ঘুমের ঔষধ মিশিয়ে খেতে দিলে কিছুক্ষনের মধ্যে ঘুমিয়ে লুটিয়ে পড়েন ওই নারী। পরে দুইজন মিলে সারারাত পালাক্রমে ধর্ষণ করে ও মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে ভোরবেলা চলে যায়।
পুনরায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২ এপ্রিল রাতে পার্শবর্তী ইমাদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়ালে ডেকে নিয়ে দু’জনে গভীর রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইমাদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি অনিল কুমার গাঙ্গুলী বিষয়টি ১ লাখ ৮০ হাজার টাকায় রফাদফা করেন। কিন্তু টাকাগুলো ধর্ষিতার পরিবারকে না দিয়ে আত্মসাতের চেষ্টা করছেন। ৩ মাস ধরে আপোষনামা ও টাকা না পাওয়ায় থানায় অভিযোগ করেন বলে জানিয়েছেন ভূক্তভোগী নারীর মা।
থানায় অভিযোগের পর বিভিন্ন দিক থেকে হুমকি ও নিরাপত্তাহীনতায় ভূগছেন পরিবারটি। বর্তমানে পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন ওই ভুক্তভোগী নারী।
এদিকে ধর্ষণের ঘটনাটি রফাদফা করা আ’লীগ সভাপতি অনিল কুমার গাঙ্গুলি বলেছেন, ধর্ষনের কোন ঘটনা ঘটেনি। প্রথম ও দ্বিতীয় বিয়ে নিয়ে ঘটনা ঘটেছিল। সেটি সমাধান করা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানিয়েছেন, প্রায় ৩ মাস আগে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply