নিজস্ব প্রতিবেদক।- ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা সারদেশে বিভাগীয় নগরসমূহে ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এউপলক্ষে রংপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ঢাকার সদস্য অধ্যাপক মোঃ হামিদুল হক্। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply